সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলায় মৃত অন্তত ৪

ফের একবার জঙ্গি হামলায় রক্তাক্ত সোমালিয়ার রাজধানী মোগাদিশু। রবিবার রাতে শহরটির একটি হোটেলে হামলা চালায় জঙ্গিরা। পরপর বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে চারিদিক। হোটেলটির দখল নিয়েছে জঙ্গিরা। হামালায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম হয়েছেন অনেকে। হামলার দায় স্বীকার করেছে পশ্চিম আফ্রিকায় আল কায়দার (Al-Qaeda) হয়ে কাজ করা কুখ্যাত জঙ্গি সংগঠন আল শাবাব।

সূত্রের খবর, একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হোটেল ঢুকে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা।  হোটেলের একটি কামরায় জঙ্গিরা লুকিয়ে সেখান থেকেই হামলা চালায় তারা বলে সোমালি পুলিশ সূত্রে খবর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২৬/১১-র মুম্বই হামলার ধাঁচেই রবিবার মোগাদিশুর অদূরে অবস্থিত অভিজাত ভিলা রোজ গেস্ট হোটেলে হামলা চালায় জঙ্গিরা। সরকারি আধিকারিক ও মন্ত্রীদের মধ্যে হোটেলটি খুবই জনপ্রিয়। মহামেদ আহমেদ নামের এক মন্ত্রী আহত। কোনও মতে প্রাণ বাঁচাতে সক্ষম হন দেশের পরিবেশমন্ত্রী অ্যাডাম আও হিরসি বলে বিবিসি সূত্রে খবর।

উল্লেখ্য, অগস্ট মাসে সোমালিয়ায় মার্কিন বিমান হানায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়। সেই আক্রমণের বদলা নিতেই মোগাদিশুর হোটেলে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =