উত্তরপ্রদেশের আগ্রা থেকে মাদক পাচার চক্রের কিংপিংকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশের একটি বিশেষ দল। সোমবার ধৃত ওই মাদক চক্রের পান্ডাকে আগ্রা থেকে মালদায় নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে জেলা তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, ধৃত ওই মাদক কারবারি দেবেন্দ্র আহুজা ওরফে চিন্টু উত্তরপ্রদেশের একটি এলাকার বিজেপির ট্রেড ইউনিয়নের নেতা। আর তাকে ঘিরেই চরম রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে মালদায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুধু মালদা নয় এরাজ্যের বেশ কয়েকটি সীমান্তবর্তী জেলাতে মাদক কারবারের ফাঁদ পেতে বসেছিল ধৃত দেবেন্দ্র আহুজা। বিগত দিনে মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকা কয়েকজন কারবারিকে এবং কয়েক দফায় কালো টাকা মালদা থেকে উদ্ধারের পর এই তথ্য জেলা গোয়েন্দা দপ্তরের কর্তাদের হাতে উঠে এসেছে। এরই সূত্র ধরে কালিয়াচক থানার পুলিশের একটি বিশেষ টিম তৈরি করা হয়। এরপরই শুক্রবার উত্তরপ্রদেশে আগ্রারাতে গিয়ে দেবেন্দ্র আহুজাকে গ্রেপ্তার করে মালদার কালিয়াচক থানার স্পেশ্যাল ওই পুলিশের টিম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ধৃতকে মালদায় ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হতে পারে।