পর্যটকদের কাছে আকর্ষণ বাড়াতে মুকুটমণিপুরে সেলফি জোন

খাতড়া: পর্যটকদের কাছে আকর্ষণ বাড়াতে সেলফি জোন করা হল মুকুটমণিপুরে। তাই আসন্ন পর্যটন মরসুমে মুকুটমণিপুরকে ঢেলে সাজাতে ময়দানে নেমে পড়েছে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি (উন্নয়ন পর্ষদ)। কংসাবতী জলাধারের ঢোকার আগে একটি হরিণের মাথার উপর বসানো হয়েছে বিশ্ববাংলার লোগো। কংসাবতী লেফট ব্যাংক সেচ ক্যানাল গেটের কাছে পিয়ারলেস বা ধগড়া যাবার রাস্তা তৈরি হয়েছে মুকুটমণিপুর সেলফি জোন। মুকুটমণিপুরে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই সেলফি জোন এবার থেকে একটি বাড়তি পাওনা হবে বলে দাবি উন্নয়ন পর্ষদ ও বাসিন্দাদের একাংশের। রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী তথা মুকুটকমণিপুর উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন জ্যোৎস্না মান্ডি জানান, রাজ্যের সেরা পর্যটন কেন্দ্রগুলির মধ্যে মুকুটমণিপুর একটি। সেই কারণে ভ্রমণকারী মানুষদের কাছে এই পর্যটনকেন্দ্রের আকর্ষণ বাড়ানোর জন্য সৌন্দর্যায়নের বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তার অংশ হিসাবে মরসুম শুরু হওয়ার আগে ইতিমধ্যে বিশ্ববাংলা লোগো, আই লাভ মুকুটমণিপুর সেলফি জোন তৈরি করানো হয়েছে। মুকুটমণিপুর হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ সাহু জানান, সেলফি জোন পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে। কারণ, এখানে দাঁড়িয়ে ছবি তুললে পিছনে মুকুটমণিপুর জলাধারের একাংশ ধরা পড়বে ছবিতে। যা বেড়াতে আসা পর্যটকদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে চিরদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − four =