শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অ্যাডামাস ইউনিভার্সিটির

কলকাতা : স্কুল অফ এডুকেশন, অ্যাডামাস ইউনিভার্সিটি, তার দুই দিনের বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট শুরু করেছে – EDUCLAVE 2022৷ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হল ভবিষ্যৎ সমাজ নির্মাণে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভূমিকা। উক্ত আলোচনায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন দিক, এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এদিন অনুষ্ঠানের উদ্ধোধন করেন অ্যাডামাস ইউনিভার্সিটির ভাইস চান্সেলর শ্রী নবীন দাস,ও মাননীয় শাওলি মুখার্জী, ডিরেক্টর, স্কুল অফ এডুকেশন এবং অ্যাসোসিয়েট ডিন, স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ। এছাড়াও উপস্থিত ছিলেন আদামাস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে ওই অনুষ্ঠানে মূল বক্তৃতা করেন নিহাদ বুনার,যিনি স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের অধ্যাপক এবং জারি লিনিকো, স্টাডিজ পরিচালক, বিশেষ শিক্ষা বিভাগ একই বিশ্ববিদ্যালয়ের। এদিন বক্তব্য রাখতে গিয়ে নিহাদ অভিবাসী এবং উদ্বাস্তুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন। তাঁর মতে, শিশুদের অবশ্যই আনুষ্ঠানিক শিক্ষা এবং শিক্ষার বিকল্প নমনীয় পথের ব্যবস্থা করতে হবে। অপরদিকে জারি শারীরিক, সামাজিক, মনস্তাত্ত্বিক বিষয় হিসাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে তার মতামত গুলি সকলের সামনে তুলে ধরেন। তিনি বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া বিভিন্ন বাধার ও তার প্রবিধানের উপর আলোকপাত করেন।

এই সম্মেলনে “অন্তর্ভুক্তিমূলক পরিবেশ”-এর উপর একটি প্যানেল গঠনের কথা বলা হয় যার সদস্যরা হলেন মিনা সেদেম, ডিরেক্টর অব স্টাডিজ, স্পেশাল এডুকেশন বিভাগ, স্টকহোম ইউনিভার্সিটি, খালেদা গনি দত্ত, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্পেশাল এডুকেশন, স্টকহোম ইউনিভার্সিটি, এলিজাবেথ অ্যান অ্যাডামস লিংব্যাক, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্পেশাল এডুকেশন, স্টকহোম বিশ্ববিদ্যালয় এবং হেলেন নুটস নাইকভিস্ট, সিনিয়র লেকচারার, বিশেষ শিক্ষা বিভাগ, স্টকহোম বিশ্ববিদ্যালয়। প্যানেলের আলোচিত প্রধান বিষয়গুলি হল “অন্তর্ভুক্ত পরিবেশ”, “আন্তঃপ্রজন্ম এবং জীবনব্যাপী শিক্ষা” এবং “সামাজিক ন্যায়বিচার”। উক্ত অনুষ্ঠানের অন্যতম একটি আর্কষন ছিল বিশেষ ভাবে সক্ষম শিশুদের নিয়ে আয়োজিত এক র‌্যাম্প শো। যার উদ্যোক্তা ছিলেন স্বাতী চক্রবর্তী, ডেপুটি ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেলিব্রাল পালসি। এছাড়াও তিনি একজন অ্যাসিসটিভ টেকনোলজিস্ট এবং চিত্র নির্মাতা। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনিও নিজের মতামত রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 4 =