মহেশ্বর চক্রবর্তী
প্রতি বছরের মতো এই বছরও দেব সেনাপতি কার্তিক ঠাকুরের আরাধনায় মেতে উঠলেন হুগলির বাঁশবেড়িয়াবাসী। রাজ্যের মধ্যে বর্ধমানের কাঠোয়ার পাশাপাশি হুগলির বাঁশবেড়িয়াতেই ধুমধামের সঙ্গে কার্তিক পুজো হয়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। জগদ্ধাত্রী পুজোর রেশ কাটতে না কাটতেই কার্তিক পুজোর উৎসবে সামিল হুগলিবাসী। এই পুজো উপলক্ষে প্রত্যেকবারের ন্যায় এবারেও সেজে উঠছে গঙ্গা তীরবর্তী হংসেশ্বরীর শহর বাঁশবেড়িয়া। এবারে প্রায় দুশোটির মতো পুজো হচ্ছে সাহাগঞ্জ-বাঁশবেড়িয়া এলাকায়। তবে সাহাগঞ্জ-বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির অধীনে রয়েছে প্রায় ৬৫টি পুজো। জানা গিয়েছে, এখানকার শোভাযাত্রাও খুব বিখ্যাত, যা দেখতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। আসলে ছোট বড় মিলিয়ে শতাধিক পুজো ঘিরে উন্মাদনা বাঁশবেড়িয়াবাসীর। এবারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তাতে। অন্যদিকে বাঁশবেড়িয়া পুরসভার তরফে দর্শনার্থীদের জন্য পানীয় জল, বায়োটয়লেট, অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়। এই বিষয়ে বাঁশবেড়িয়ার বিধায়ক তপন দাশগুপ্ত জানান, রাজ্যের মধ্যে কাটোয়া ও বাঁশবেড়িয়াতে ধুমধামের সঙ্গে কার্তিক পুজো হয়। এই বছর পুলিশ প্রশাসন ও পুরসভা সকলে মিলে সুষ্ঠুভাবে কার্তিক পুজো করা হচ্ছে। সবমিলিয়ে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোকে ঘিরে এলাকার মানুষ উৎসাহ বেশ চোখে পড়ার মতো।