রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য এবং গাজোলের বিজেপি কর্মী ধনঞ্জয় সরকার খুনের প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। সোমবার দুপুরে গাজোল থানার সামনেই বিজেপির এই ঘেরাও বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদে সোচ্চার হোন বিজেপির নেতা-কর্মীরা। এদিনের এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময়দেব বর্মন, উত্তর মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্য নেতা-কর্মীরা।
উল্লেখ্য, রাজ্যের কারা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় বিক্ষোভ, আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে বিজেপির পক্ষ থেকে গাজোল থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি কিছুদিন আগে গাজোলের এক বিজেপি কর্মী ধনঞ্জয় সরকারের রক্তাক্ত দেহ উদ্ধার হয় আমবাগান থেকে। এইসব ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বিজেপি। বিজেপির উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু বলেন, আমরা এদিনের থানা ঘেরাও, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে অবিলম্বে রাজ্যের কারা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবি করেছি। তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় সে দাবিও করা হয়েছে। দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন মন্ত্রী অখল গিরি তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। রাজ্যের ওই মন্ত্রীরকে অপসারণ না করা হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন শুরু করা হবে। পাশাপাশি গাজোলের বিজেপি কর্মী ধনঞ্জয় সরকারকে যারা খুন করেছে, তাদের বিরুদ্ধে এখনও প্রয়োজনীয় কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। সেই প্রতিবাদ জানিয়ে গাজোল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে। উত্তর মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, এদিনের গাজোল শহর জুড়ে দলের পক্ষ থেকে একটি র্যালি করা হয়। তারপরেই এই দুইটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রতিবাদ দেখিয়েছি। আগামীতে এই আন্দোলন আরোও বৃহত্তর করার ডাক দেওয়া হবে।