মুলায়মের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনের প্রার্থী পুত্রবধূ ডিম্পল

মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) প্রয়াণে মইনপুরী লোকসভায় উপনির্বাচন (Mainpuri Lok Sabha Bypoll)। ৫ ডিসেম্বর উপনির্বাচন হবে, জানিয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নির্বাচন কমিশন। মুলায়াম সিং যাদবের আসনে প্রার্থী হিসেবে স্ত্রী ডিম্পল যাদবের (Dimple Yadav) নাম ঘোষণা করলেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মুলায়মের মৃত্যুর পর দলের অন্দরে জল্পনা ছিল নাতি তেজপ্রতাপ যাদব (Tej Pratap Yadav) মইনপুরী লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন। সেই জল্পনায় জল ঢেলে ডিম্পল যাদবকে প্রার্থী করল সমজাবাদী পার্টি।

মঙ্গলবার সমাজবাদী পার্টির তরফে মইনপুরী লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবের নাম ঘোষণা করা হয় টুইট করে। উল্লেখ্য, ৪৪ বছরের ডিম্পল কনৌজের কেন্দ্রের দুইবারের সাংসদ। ২০১২ ও ২০১৪ সালে ওই কেন্দ্রে জয়ী হন অখিলেশ জায়া। তার আগে অবশ্য ফিরোজাবাদে কংগ্রেসের (Congress) তারকা প্রার্থী রাজ বব্বরের (Raj Babbar) কাছে হেরেছিলেন। সেটা ২০০৯ সালের ঘটনা। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও হারের মুখ দেখতে হয় সমাজবাদী পার্টির নেত্রীকে। বিজেপি (BJP) প্রার্থী সুব্রত পাঠকের কাছে হারেন তিনি। উপনির্বাচনে শ্বশুরের মান রক্ষা করতে পারেন কিনা ডিম্পল এখন সেটাই দেখার।

৮২ বছর বয়সে প্রয়াত হন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। ভারতীয় রাজনীতির দ্বিতীয় ‘নেতাজি’র মৃত্যুর পরে তাঁর লোকসভা কেন্দ্র মইনপুরীতে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। ৫ ডিসেম্বরে হবে ভোট। ৮ ডিসেম্বরে ঘোষিত হবে নির্বাচনের ফলাফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 11 =