লালগড় থেকে মাওবাদী পোস্টার উদ্ধার

বিক্ষিপ্তভাব হলেও গত দু তিন মাস ধরে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মাওবাদী পোস্টার উদ্ধার করেছে পুলিশ l বুধবার সকালে লালগড় থানার পাথরডাঙা এলাকা থেকে মাওবাদীদের নামে লেখা সেরকমই কয়েকটি পোস্টার উদ্ধার হয়েছে l এদিন সকালে জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোর বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারে পোস্টারগুলি পড়েছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন l তারাই স্থানীয় সিভিক ভলান্টিয়ারদের বিষয়টি জানালে খবর যায় লালগড় থানায় l থানা থেকে পুলিশ গিয়ে পোস্টারগুলি তুলে নিয়ে আসে l সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টারগুলিতে বর্তমান রাজ্য সরকারকে ফ্যাসিবাদী এবং টিএমসি নেতাদের পুলিশের দালাল উল্লেখ করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে l সেই সঙ্গে বালি মাফিয়াদের গণ আদালতে বিচার করার হুমকি দেওয়া হয়েছে l পোস্টার গুলির নিচে লেখা ছিল সিপিআই মাওবাদী এবং পিএলজিএ l পোস্টারগুলিকে বাকারা রাস্তার ধারে ফেলে গিয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =