দেগঙ্গা: রবিবার সকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল দেগঙ্গার উত্তর চাঁদিপুর গ্রাম। আর এই ঘটনায় আহত দুই শ্রমিক। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে দেগঙ্গায় উত্তর চাঁদপুর গ্রামে বেড়াচাপা এক নম্বর পঞ্চায়েত সদস্যের নির্মীয়মাণ বাড়ির সিঁড়ির নীচে বোমা বিস্ফোরণ হয়। আর তাতেই আহত হন দুই শ্রমিক। এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি তাজা বোমাও। এই ঘটনায় দেগঙ্গা থানার পুলিশ ওই পঞ্চায়েত সদস্যের দাদাকে আটক করে। তবে পঞ্চায়েত সদস্যের দাবি, তাঁর দলের অপর গোষ্ঠীর লোক তাকে ফাঁসানোর জন্য বোমা মজুত করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অপর গোষ্ঠীর লোকজন। দেগঙ্গার পুলিশ তদন্ত করে দেখছে কোথা থেকে এল এই বোমা। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের বয়ানের সত্যতাও।