পূর্ব বর্ধমান: ‘টাকা ছাড়া মিলবে না মৃতদেহ, মৃতদেহ নিতে গেলে দিতেই হবে টাকা।’ মৃতদেহ আটকে রেখে মৃতের পরিবারের কাছ থেকে ৫০০০ টাকা দাবি করার অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগের তীর হাসপাতাল মর্গের কর্মীদের বিরুদ্ধে।
ঘটনার অভিযোগ জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি মৃত শিক্ষকের ছেলে মৃণালকান্তি কোলের।
চলতি মাসের ১ তারিখ পাল্লা রোড মোড়ে দু’নম্বর জাতীয় সড়কে ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কৃষ্ণচন্দ্র কোলে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। হাসপাতাল থেকে দেহ আনতে গেলে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় প্রয়াত শিক্ষকের ছেলে মৃণালকান্তি কোলেকে এমনটাই অভিযোগ পরিবারের। অভিযোগ মর্গে কর্মরত কর্মীরা জোরপূর্বক ৫০০০ টাকা দাবি করে। এমনকী টাকা না দিলে দেহ হস্তান্তর করা হবে না বলেই হুমকি দেওয়া হয় তাঁকে। অবশেষে ৩৫০০ টাকার বিনিময় দেহ মর্গ থেকে নিয়ে আসেন মৃণালকান্তি কোলে।