সুস্থ পরিবেশ ও শান্তির বার্তা দিতে সাইকেলে বিশ্ব ভ্রমণে বেরিয়ে ভারতে পৌঁছেছেন হাঙ্গেরির যুবক অ্যাটিলা বার্থা। গত বছর জুন মাসে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে সাইকেলে বিশ্ব ভ্রমণের উদ্দেশে রওনা দিয়েছিলেন ৩৪ বছরের যুবক অ্যাটিলা বার্থা। গত ১৬ মাসে ১১ টি দেশ এবং ১৬ হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মাঝখানেক আগে ভারতে আসেন তিনি। কলকাতা থেকে পুরী যাওয়ার পথে রবিবার মেদিনীপুর শহরে পৌঁছন। শহরের তাঁতিগেড়িয়ায় সাইকেল লাভারস গ্রুপের সম্পাদক গৌতম মাহাতোর বাড়িতে দু’দিন কাটিয়ে মঙ্গলবার বিকেলে পা রাখেন ঝাড়গ্রামে। এখানে একটি গেস্ট হাউসে রাত কাটিয়ে বুধবার গোপীবল্লভপুরে সাইক্লারস মনীশ তালধির বাড়িতে পৌঁছন। সেখান থেকে পুরী, বিশাখাপত্তনম, চেন্নাই ও কন্যাকুমারী হয়ে মুম্বইয়ে পৌঁছে ভারত সফর শেষ করার ইচ্ছে রয়েছে তার। মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা এবং মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায় তিনি আপ্লুত হয়েছেন। শান্তি এবং সুস্থ পরিবেশ রক্ষার বার্তা দিতেই তার এই সাইকেলে বিশ্ব ভ্রমণ বলে জানিয়েছেন অ্যাটিলা।