তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ভাদু হত্যার ৭ মাসেরও বেশি সময় পর সিবিআইয়ের জালে ধরা পরল ফয়জল শেখ ওরফে পলাশ। ফয়জল শেখ ওরফে পলাশকে দীর্ঘ দিন ধরেই খুঁজে বেড়াচ্ছিল সিবিআই। কিন্তু ভাদু খুনের পর থেকে এলাকা ছাড়া ছিল সে। পালিয়ে বেড়াচ্ছিল বিভিন্ন এলাকায়। সিবিআই গোপন সূত্রে খবর পায়, সেই ফয়জল বাড়ি ফিরেছে সম্প্রতি। এর পরই মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিবিআই।
প্রসঙ্গত, গত ২১ মার্চ রাতে বীরভূম জেলার রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে। ওই দিন বগটুই মোড়ে একটি চায়ের দোকানে খুন করা হয়েছিল ভাদুকে। তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই খুনের দৃশ্য। সিসিটিভির ওই ভিডিওয় যে যুবককে বোমা ছুড়তে দেখা গিয়েছিল, সেই ফয়জল ওরফে পলাশ। ভাদু হত্যার কিছু ক্ষণের মধ্যে ওই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় কয়েক জনের। এর পর ওই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআই-এর হাতে।