হুগলি: ট্রেনে স্ত্রীর ব্যাগ নিয়ে পালাচ্ছিল এক ছিনতাইকারী,সেই ব্যাগ ফিরে পেতে চোরের পিছু ধাওয়া করতে গিয়ে হাত কাটা গেল পর্যটকের! এই মর্মান্তিক ঘটনায় হতবাক এলাকার মানুষ। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বলে বিছানায় শুয়ে বললেন তাপস মণ্ডল। জানা গিয়েছে, উত্তরপাড়া মাখলার বাসিন্দা তাপস মণ্ডল পরিবার নিয়ে গত ২৩ তারিখ দার্জিলিং-গ্যাংটক বেরিয়ে ফিরছিলেন। বর্ধমানে নেমে ডাউন বর্ধমান লোকাল ধরেন ভোর বেলায়। সাড়ে চারটে নাগাদ মগরা স্টেশনে তাপস বাবুর স্ত্রীর ব্যাগ নিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে পালায় এক দুÜৃñতী। তার পিছু ধাওয়া করতে প্ল্যাটফর্মে নামতে যান তাপস বাবু। ঘুম চোখে বুঝতে পারেননি ট্রেন ছেড়ে দিয়েছে। চলন্ত ট্রেন থেকে পরে যান প্ল্যাটফর্ম থেকে গড়িয়ে রেল লাইনে। তারপরই ডান হাত কেটে যায়। অজ্ঞান হয়ে এই অবস্থায় বেশ কিছুক্ষণ পরে থাকেন রেল লাইনে। পরে জিআরপি তাকে উদ্ধার করে প্রথমে মগরা হাসপাতাল সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। কাটা হাত নিয়ে হাসপাতালে ঘুরলেও জোরা লাগেনি। ঘটনার পর ব্যান্ডেল জিআরপি থানায় যোগাযোগ করেন তাপস বাবুর পরিবার। ট্রেনের ভিতর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতালি দেবী। তার ব্যাগ ছিনতাই না হলে হয়তো তার স্বামীকে হাত খোয়াতে হত না। ব্যান্ডেল জিআরপি পর্যটক পরিবারের সঙ্গে যোগাযোগ করে। লিখিত অভিযোগ জানাতে বলে। সবমিলিয়ে এই মর্মান্তিক ঘটনার পর রেল যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি তোলেন রেল যাত্রীরা।