বানতলায় চর্মনগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন

কলকাতা: কালীপুজোর দুপুরে বানতলায় চর্মনগরীতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। কলকাতার বানতলায় লেদার কমপ্লেক্সে একটি চামড়া ও রাসায়নিকের গুদামে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সেই গুদামে কয়েকজন আটকে পড়েছিলেন। তবে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন একসঙ্গে কাজ করছে।ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

জানা গিয়েছে, আগুন লাগার ঘটনা সামনে আসতেই প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন পাঠানো হয়েছিল। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছিল দমকলকর্মীদের। সেই কারণে দুই দফায় প্রথমে ১০ টি এবং পরে আরও একটি ইঞ্জিন আনা হয় ঘটনাস্থলে। বর্তমানে দমকলের ১৬ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

বাণতলার লেদার কমপ্লেক্স-এ চারদিকে যথেষ্ট দাহ্য পদার্থ থাকায় ও এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। তারওপর ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে বইছে দমকা হাওয়া। তার জেরেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।মূল আগুন নেভানোর পাশাপাশি, আশপাশে যাতে আগুন না ছড়ায় সেজন্য জল দিয়ে সেই সব জায়গা ঠান্ডা রাখার চেষ্টা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =