কিং খানকে নতুন প্রজেক্টের শুভেচ্ছা জানালেন সলমন, বিষয়টা কী?

ভক্তদের একপ্রকার সারপ্রাইজ শাহরুখ খানের। ওটিটিতে নতুন প্রজেক্টের ঘোষণা করলেন শাহরুখ খান (Salman Khan)। ওটিটিতে তাঁর নয়া প্রজেক্টের নাম ‘SRK+’, ক্যাপশনে তিনি তাঁর জনপ্রিয় ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai)-এর একটি সংলাপ অন্যভাবে লেখেন। শাহরুখ লিখেছেন, ‘ওটিটির দুনিয়ায় কিছু কিছু হতে চলেছে’। সুতরাং বলা যেতে পারে, ওটিটির দুনিয়ায় পা রাখছেন কিং খান। এক অনুরাগী লেখেন,’ কিং খান এবার নিজের রোমান্সের জাদু দেখাবেন ওটিটিতে’। সকলেই ভেবেছিলেন যে কোনও একটি ওটিটি প্ল্যাটফর্মে নতুন শো আনছেন শাহরুখ। কিন্তু জল্পনা উস্কে দিলেন সলমন খান(Salman Khan)।

শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে সলমন লিখলেন যে, এটি একটি নতুন ওটিটি অ্যাপ। তিনি লিখেছেন, নতুন ওটিটি অ্যাপের জন্য শুভেচ্ছা’। সলমন ছাড়াও শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহার ও অনুরাগ কাশ্যপ। আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে শাহরুখের ছবি পাঠান। প্রায় চারবছর পর কিং খানের ছবি মুক্তি পেতে চলেছে। স্বাভাবিকভাবেই, ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eight =