রাতের অন্ধকারে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগানোর অভিযোগ

হাবড়া: তৃণমূল কাউন্সিলরের (Tmc counsilor) বাড়িতে রাতের অন্ধকারে লুটপাট চালিয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল। খোদ শাসক দলের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে এই ধরনের আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। হাবড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সাহার বাড়িতে রাতের অন্ধকারে বিধ্বংসী আগুন লাগল। আগুন লাগার ঘটনাটি ঘটেছে হাবড়া প্রফুল্লনগর এলাকায়, আগুনে পুড়ল বাড়ির বেশ কয়েকটি ঘর, আসবাব পত্র, সাইকেল, চার চাকার গাড়ি, মোটরবাইক। আগুন লাগানো হয়েছে বলে দাবি পরিবারের সদস্য ও এলাকার স্থানীয় কাউন্সিলরের। বৃহস্পতিবার ভোর রাতে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় হাবড়া থানা ও দমকলে। এরপরে দমকলের দুটি ইঞ্জিন এসে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দেখা যায়, এক ঘর থেকে আরেক ঘরে আগুন ছড়িয়ে দেওয়ার জন্য শাড়ি পেতে একদম পরিকল্পনা করে আগুন লাগানোর ঘটনা ঘটানো হয়েছে। জানা যায়, কাউন্সিলর বিশ্বজিৎ সাহার পরিবার গত সোমবার পুরী বেড়াতে গিয়েছেন। বাড়িটি বন্ধ অবস্থায় ছিল। বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে রাতের অন্ধকারে যেভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে তাতে বাড়িতে যদি কেউ থাকত তাহলে দুর্ঘটনা ঘটতে পারত। কাউন্সিলর বিশ্বজিতের ভাই অভিজিৎ সাহার অনুমান ঘরের ভেতরে আলমারির সমস্ত লকার ভাঙা রয়েছে তাই লুটপাট চালিয়ে খুব সম্ভবত পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে। তবে স্থানীয় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন যেখানে শাসক দলের একজন কাউন্সিলরের বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগানোর মতো ঘটনা ঘটে সেখানে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। ইতিমধ্যেই হাবড়া প্রফুল্লনগর এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =