বিপুল পরিমাণ বিস্ফোরক পাচার ও বিক্রির অভিযোগে বেঙ্গল এসটিএফের হাতে ধৃত তিন দুষ্কৃতী। বুধবার রাতে শ্যামনগর বাসুদেবপুর থানার পুলিশ ও এসটিএফের বিশেষ টিম কেউটিয়া এলাকায় হানা দিয়ে ওই তিনজনকে পাকড়াও করেছে।
ধৃতদের নাম নরেশ চৌধুরী, উমেশ কুমার রায় ও শঙ্কর পাল ওরফে বাবাই। নরেশ ও উমেশের বাড়ি ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ৪ নম্বর সুকান্তপল্লীতে। আর শঙ্করের বাড়ি জগদ্দল থানার কেউটিয়া বাজারপাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে ৫০ কেজি করে পটাশিয়াম নাইট্রেট ও আর্সেনিক সালফাইড বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। বিপুল পরিমাণ বিষ্ফোরক নিয়ে ধৃতেরা কোথায় পাচার করতে যাচ্ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই বিস্ফোরক পাচার চক্রে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখছে এসটিএফ। পঞ্চায়েত ভোটের আগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারে কিছুটা স্বস্তিতে পুলিশ প্রশাসন।