জয় শাহের মন্তব্যের পাল্টা দিলেন শাহিদ আফ্রিদি

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেট কর্তাদের কাজিয়া বেড়েই চলেছে। ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তাঁর সেই মন্তব্যের পালটা পিসিবি-র চেয়ারম্যান রমিজ রাজা এখনও দেননি। তাই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের বাকি কর্তারা চুপ করে বসে নেই। আর এবার এই বিতর্কে ঢুকে গেলেন শাহিদ আফ্রিদি। পাক মাটিতে এশিয়া কাপ খেলতে না গেলে, বাবর আজমের দল পরের বছর ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে ভারতে পা দেবে না। এমন হুমকি ইতিমধ্যেই দিয়ে রেখেছে পাক বোর্ড। এবার সুর চড়ালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ‘বুম বুম আফ্রিদি’।

শাহিদ টুইটারে লিখেছেন, ‘গত এক বছরে দুটো দলের মধ্যে কী অসাধারণ বন্ধুত্ব দেখা গিয়েছে। মনে হয়েছে ক্রিকেটারদের মধ্যে সব ঠিকঠাকই রয়েছে। তা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেন বিসিসিআইয়ের সচিব এ ধরনের কথা বললেন? ভারতের ক্রিকেট প্রশাসনে কতটা অনভিজ্ঞতা রয়েছে, সেটা এর থেকেই বোঝা যাচ্ছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৩ অক্টোবর ‘মাদার অফ অল ব্যাটেল’। এর আগে মাঠের বাইরের তুমুল ঝামেলায় জড়িয়ে গেল বিসিসিআই ও পিসিবি। ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখবে না টিম ইন্ডিয়া। বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভার পর সেটা সাংবাদিকদের জানিয়ে দেন জয় শাহ। এরপর সীমান্তের অন্য প্রান্ত থেকেও বার্তা দিল। জয় শাহের সেই মন্তব্যের পরেই পাকিস্তান বোর্ডের তরফে একদিনের বিশ্বকাপ থেকে নাম তুলে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। আগামি বছর ৫০ ওভারের বিশ্বকাপ ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে।

সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার ঘনিষ্ঠ এক কর্তা বলেছেন, ‘এবার কড়া সিদ্ধান্ত নিতে প্রস্তুত পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ এটা ভালোভাবেই জানা যে ভারতের সঙ্গে যদি পাকিস্তান না খেলে তাহলে আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতার লোকসান হবে। সামলাতে হবে আর্থিক ধাক্কা।’ বার্ষিক সাধারণ সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ড সচিব হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করা জয় শাহ বলেন, ‘আগামি বছরের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে আয়োজিত হতে পারে। কারণ ভারতীয় দল পাকিস্তানে যাবে না।’

তারপরই পাকিস্তান বোর্ডের তরফে কড়া অবস্থান নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে পিটিআই। সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, রামিজের ঘনিষ্ঠ এক কর্তা জানিয়েছেন যে জয় শাহের মন্তব্যের পর আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপ থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। অবশ্য এই স্পর্শকাতর ইস্যু নিয়ে এখনও সরকারিভাবে মুখ খুলতে চায়নি পিসিবি। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, এক মুখপাত্র বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং আগামী মাসে মেলবোর্নে আইসিসির বোর্ড মিটিংয়ের মতো জায়গায় সেই বিষয়টি উত্থাপন করব।’
পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, সেই পিসিবি কর্তা জানিয়েছেন যে পাকিস্তানে ভারতীয় দলের সফর নিয়ে যে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় আলোচনা করা হবে, সেটা জানতেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু এখনই সে বিষয়ে যে কোনও মন্তব্য করা হবে, সেটা আশা করা হয়নি। ওই সূত্রকে উদ্ধৃত করে পিটিআই-এর প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ‘কোন ক্ষমতাবলে জয় শাহ বলেছেন, পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়া হবে কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করে দেখবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কারণ পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এগজিকিউটিভ বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ হলেও তিনি কিন্তু এমন মন্তব্য করতে পারেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =