জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৯১ জন

মালদা: এলাকায় অপরাধ ঠেকাতে লাগাতার অভিযান চালানো শুরু করল পুরাতন মালদা থানার পুলিশ। গত ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক কয়েকটি এলাকা থেকে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯১ জনকে গ্রেপ্তার করল পুরাতন মালদা থানার পুলিশ। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। ধৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে পুরোনো মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই সব অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানও জারি হয়েছিল। পুলিশ তাদেরও খুঁজে বের করে গ্রেপ্তার করার পাশাপাশি আদালতে পেশ করে। এদিকে জুয়া মদের আসর থেকে প্রায় সাড়ে আট হাজার টাকা বোর্ড মানি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
উল্লেখ্য, পুরাতন মালদার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে জুয়ার আসরে অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, স্পেশ্যাল ড্রাইভে গত চব্বিশ ঘণ্টায় আমরা ৯১ জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =