নয়াদিল্লি : তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক, বীর চক্রে সম্মানিত হচ্ছেন ৯ জন বায়ুসেনা আধিকারিক। অপারেশন সিঁদুরের সময় মুরিদকে ও বাহাওয়ালপুরে সন্ত্রাসী সংগঠনের সদর কার্যালয় এবং পাকিস্তানের সামরিক সম্পদ নিশানা করে হামলা চালানো ফাইটার পাইলট-সহ ৯ জন ভারতীয় বায়ুসেনা আধিকারিককে বীর চক্র প্রদান করা হয়েছে।
এই ৯ জন বায়ুসেনা আধিকারিক হলেন – গ্রুপ ক্যাপ্টেন রণজিৎ সিং সিধু, গ্রুপ ক্যাপ্টেন মণীশ অরোরা, গ্রুপ ক্যাপ্টেন অনিমেষ পাটনি, গ্রুপ ক্যাপ্টেন কুণাল কালরা, উইং কমান্ডার জয় চন্দ্র, স্কোয়াড্রন লিডার সার্থক কুমার, স্কোয়াড্রন লিডার সিদ্ধান্ত সিং, স্কোয়াড্রন লিডার রিজওয়ান মালিক ও ফ্লাইট লেফটেন্যান্ট এ সিং ঠাকুর।
এদিকে, বায়ুসেনার ভাইস চিফ এয়ার মার্শাল নরনাদেশ্বর তিওয়ারি, ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র এবং ডিজি এয়ার অপারেশন এয়ার মার্শাল অবধেশ ভারতী-সহ চার ভারতীয় বায়ুসেনা অফিসার অপারেশন সিঁদুরের জন্য সর্বোত্তম যুদ্ধ সেবা পদক পাচ্ছেন।

