কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক গ্রেপ্তারিকে অস্বস্তিতে রাজ্য সরকার। এ নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। তার মধ্যেই সোমবার শিক্ষক দিবসে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ‘শিক্ষারত্ন’ প্রদানের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি জানালেন, নতুন ৮৯ হাজার পদে শিক্ষক নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হয়েছে রাজ্যে। আরও বহু পদে এতদিনে নিয়োগ সাড়া হত বলেও জানালেন তিনি।কিন্তু একের পর এক জনস্বার্থ মামলার জন্য তা সম্ভব হচ্ছে না বলেও আক্ষেপ করেন মুথ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘কিছু কিছু লোক আছে যারা নিজেও খায় না। অন্যকেও খেতে দেয় না। যা-ই করতে যাই একটা করে মামলা ঠুকে দেয়।’ মমতার কটাক্ষ, ‘একটা করে পিল খেয়ে নেয়।’
শুধু শিক্ষক পদে নয়, নিয়োগ হবে দক্ষতাভিত্তিক পদেও। রাজ্যের তরফে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে ৩০ হাজার যুবক-যুবতীকে চাকরি দেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বহু যুবক-যুবতীর অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি। এমনকী, রাস্তায় নেমে আন্দোলন করছেন তাঁরা। এ প্রসঙ্গে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য,’যারা জাস্টিস পায়নি, তাঁরা কিন্তু জাস্টিস আমাদের থেকে পাবেন।’