৪০০ ফুট নিচে বোরওয়েলে পড়ল তন্ময়

বেতুল : বাড়ির সামনের মাঠে খেলতে খেলতে হাঠাৎ-ই পা হড়কে ৪০০ ফুট নিচে বোরওয়েলে  পাড় যায় বছর ৮-এর তন্ময়। মঙ্গলবার এমনটাই ঘটে মধ্য প্রদেশের বেতুলে। এরপরই রাত থেকেই শুরু হয় উদ্ধার কাজ। শেষ খবর পাওয়া অবধি, এখনও ওই বালককে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ মধ্য প্রদেশের মান্ডবী গ্রামের বাসিন্দা তন্ময় দিয়াওয়ার বাড়ির সামনেই একটি মাঠে খেলছিল বন্ধুদের সঙ্গে। ওই মাঠের পাশেই একটি বোরওয়েল খোঁড়া ছিল। সেখানেই পা হড়কে যায় তন্ময়ের। এরপর তার বন্ধুরাই সঙ্গে সঙ্গে তন্ময়ের মা-বাবাকে খবর দেয়। স্থানীয় বাসিন্দারা গর্তের মধ্যে দড়ি ফেলে ওই বালককে উদ্ধার করার চেষ্টা করতে থাকে। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ-প্রশাসনেও।

এরপরই রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় থানার ইনচার্জ অনিল সোনি জানান, ‘সম্প্রতিই ওই বোরওয়েল খোঁড়া হয়েছিল। সেখানেই পা হড়কে পড়ে যায় ওই বালক। রাত থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। মাটি কাটার মেশিন আনা হয়েছে, ওই বোরওয়েলের আশেপাশের মাটি কেটে বালকটিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। বোরওয়েলের ভিতরে আটকে থাকায় কৃত্রিমভাবে অক্সিজেনও পাঠানো হচ্ছে।’ এই দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দ্রুত যাতে উদ্ধারকাজ শেষ হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে উদ্ধারকারী দলের জন্য তিনি বিশেষ একটি গাইডলাইনও দেন। সূত্রে খবর, গোটা ঘটনাটির উপরে তিনি কড়া নজর রাখছেন। ভোপালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিবাকর আগরওয়ালও উদ্ধারকাজ সম্পর্কে নিয়মিত খবর নিচ্ছেন বলে সূত্রে খবর। বুধবার দুপুর পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। সকাল অবধি ৩০ থেকে ৩৫ ফুট মাটি খোঁড়া সম্ভব হয়েছে। এখনও ওই বালকের কাছে পৌঁছনো যায়নি। ঘটনাস্থলে জেলাশাসক ও পুলিশ সুপারিন্টেন্ডেন্টও উপস্থিত রয়েছেন। গর্তের মধ্যে ক্যামেরা পাঠিয়ে আট বছরের ওই বালকের শারীরিক অবস্থা জানার চেষ্টা চলছে।  কৃত্রিমভাবে অক্সিজেনও পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =