কলকাতা: লেকটাউনে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যু ঘটনা ঘটেছে দিন তিনেক আগেই। তার মধ্যে ফের বাস দুর্ঘটনা শহর কলকাতায়। ভিড় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ৮ গাড়িতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। বুধবার বেলা পৌনে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে এস পি মুখার্জি রোডে। ঘটনায় প্রচণ্ডআতঙ্ক ছড়ায় এলাকায়। বাসচালককে আটক করা হলেও পলাতক বাসের খালাসি ও কনডাক্টর।
জানা গিয়েছে, এগিম বেলা পৌনে ১২টা নাগাদ যাত্রীবোঝাই বাসটি এক্সাইডের দিকে যাচ্ছিল। সেই সময় টালিগঞ্জ থানার একটু আগে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পর পর আটটি গাড়িতে ধাক্কা মারে বাসটি। ধাক্কা মারা গাড়ির মধ্যে বাইকও ছিল। তবে বাসের ধাক্কায় কেউ গুরুতর আহত হননি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।
বাসচালক মদ্যপ ছিলেন না কি যান্ত্রিক কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, দিন তিনেক আগেই মেয়ের বিয়ে দিয়ে ফেরার পথে পরিবারের তিন জনের মৃত্যু হয়। মারা যান কনের বাবা, ভাই ও ঠাকুমা। গাড়ির পিছনে বাসের ধাক্কায় গভীররাতে দুর্ঘটনাটি ঘটেছিল।
দুর্ঘটনা রুখতে নানা রকম প্রচার চালায় কলকাতার ট্রাফিক বিভাগ। তারপরেও ক্রম বর্ধমান দুর্ঘটনা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।