মালবাজারের ঘটনায় ৮জনের অকালমৃত্যু, মুখ্যমন্ত্রীকে কার্নিভাল বন্ধের অনুরোধ কবীর সুমনের

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি শ্রদ্ধা করেন, তাঁর লড়াইকে কুর্নিশ করেন। নিজেকে বলেন ‘মমতাপন্থী’। এবার সেই কবীর সুমন মুখ্যমন্ত্রীর উদ্দেশে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল বাতিল করে দেওয়ার আবেদন জানিয়ে ফেসবুক পোস্ট ৃ করলেন। লিখলেন, ”আমি তোমার বিরোধী নই। সনির্বন্ধ অনুরোধ মাননীয়া, মালবাজারের অকালমৃত ও তাঁদের শোকবিহ্বল পরিবারবর্গের কথা ভেবে তুমি আজকের কার্নিভাল বন্ধ রাখো।”

ইউনেস্কোর তরফে ইনট্যানজিবেল হেরিটেজের তকমা পেয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। করোনা আবহে দুবছর সেভাবে পুজো উপভোগ করা যায়নি। তাই এবছর আনন্দ-উত্সব একটু বেশিই। রেড রোডে কার্নিভালের মধ্যে দিয়ে কলকাতায় পুজোর সমাপ্তি ঘটানোর চল বেশ কয়েক বছর ধরেই রয়েছে। শনিবার  রেড রোডে শতাধিক পুজো কমিটির অংশগ্রহণে কার্নিভালের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো আয়োজনও হয়। তবে দুর্গাপুজোর শেষদিনেই রাজ্যে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরবঙ্গের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে তলিয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। উমা বিদায়ে শোকের পালা সেখানে।সেই ঘটনার কথা উল্লেখ করে, নিহতদের পরিবারের সমব্যথী হয়ে কবীর সুমনের আরজি, এই কার্নিভাল বাতিল করা হোক। নিজেকে মুখ্যমন্ত্রীর সহনাগরিক বলে পরিচয় দিয়ে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অনুগ্রহ করে কলকাতার কার্নিভাল এ বছরের মতো বন্ধ করে দাও। সামনের বছর না হয় আবার হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 6 =