রায়পুর : শনিবারই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৩ মাওবাদীর, আর এদিনই ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে ৮ জন মাওবাদী। এই ৮ মাওবাদীর মধ্যে দু’জনের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা।
দান্তেওয়াড়ায় ‘লোন ভারাতু’ অভিযানের অধীনে আত্মসমর্পণ করেছে মাওবাদীরা।
পুলিশ এবং সিআরপিএফ-এর সামনে আত্মসমর্পণকারীরা হল সিএনএম, ডিএকেএমএস, জিআরডি, কেএএমএস, ছাত্র সংগঠন এবং ভূমি কাল মিলিশিয়ার সদস্য। ছত্তিশগড় সরকারের পুনর্বাসন নীতির অধীনে, তারা আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং জমির সুবিধা পাবে।

