ওডিশা সীমান্তে আটক গোরু বোঝাই ৮ টি লরি

চিত্ত মাহাতো
শুক্রবার রাতে দাঁতন-সোনাকোনিয়ার ওড়িশা সীমান্তে পুলিশের নাকা চেকিংয়ে গোরু বোঝাই আটটি লরি আটক করার ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলাতেও গোরু পাচার চক্র থাকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও লরিগুলিকে ওডিশার দিকেই ফেরত পাঠায় পুলিশ। লরিচালকদের জিজ্ঞাসা করে জানা গেছে, ওডিশার ভদ্রক এলাকা থেকে গোরু নিয়ে তারা পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় যাচ্ছিলেন। এখানেই প্রশ্ন উঠছে প্রায় ৮০০ গোরু বেলদা থেকে কোথায় নিয়ে যাওয়া হত? বিজেপির অভিযোগ, গোরু পাচার কাণ্ডে তৃণমূলের নেতা জেলে রয়েছেন, তাই পশ্চিম মেদিনীপুরের কোনো তৃণমূল নেতা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করে বলা হয়েছে, গোরুগুলি আসছিল ওডিশা থেকে। রাজ্য পুলিশ সীমান্তে তা আটকে দিয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কোওনভাবেই জড়িত নয়। তবে দু’দলের পক্ষ থেকেই ঘটনার তদন্ত দাবি করা হয়েছে। দাঁতন থানা সূত্রে জানা গেছে, এ রাজ্যে ঢোকার সময় জলেশ্বর থানা লরিগুলিকে আটক করে ওডিশার দিকেই ফেরত নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =