৮ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ জিতেন্দ্রকে

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল আদালত। শনিবার তাঁকে দিল্লির কাছে নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাঁকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসে পুলিশ। রাত দুটোয় আসানসোলে এনে শারীরিক পরীক্ষা করে রবিবার সকালে আদালতে পেশ করা হয়। বিশেষ আদালতে ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদন করা হয় রাজ্য পুলিশের তরফ থেকে। পালটা নিজের হয়ে আদালতে সওয়াল করেন খোজ জিতেন্দ্রই। তাঁর যুক্তি ছিল, সোমবার সুপ্রিম কোর্টে রক্ষাকবচের শুনানি। ফলে তাঁকে দু’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হোক। তবে বিচারক বিজেপি নেতার ৮ দিনের হেফাজত মঞ্জুর করেন।
প্রসঙ্গত,গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বর বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র ও তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিজনরা। গ্রেপ্তারি এড়াতে আদালতে যান তিওয়ারি দম্পতি। নিম্ন আদালতে রাজ্য়ের যুক্তির কাছে হেরে গিয়েছিলেন তিওয়ারি দম্পতির আইনজীবী। পালটা হাইকোর্টে যান তাঁরা। রক্ষাকবচ পেলেও তার মেয়াদ শেষ হয়েছে। এর মাঝে জিতেন্দ্র তিওয়ার বাড়িতে গিয়ে একাধিকবার জেরা করেছে পুলিশ। নতুন করে হাইকোর্টে আবেদন জানিয়েও লাভ হয়নি। শোনা যায়, তাঁরা সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হন। পুলিশের তরফে ১৪ দিনের হেফাজত চাওয়া হয়। পালটা জিতেন্দ্র তিওয়ারি এদিন আদালতে দাবি করেন, জামিন চাইছি না কাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তাই তাঁকে ২ দিনের পুলিশ হেফাজত দেওয়া হোক। পরে প্রয়োজনে আরও ১২ দিন দেওয়া হবে। তবে তাঁর আর্জিতে কর্ণপাত করেনি আদালত। ৮ দিনের হেপাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eighteen =