রাশিয়ায় ৮.৭ তীব্রতার ভূমিকম্প; সুনামি জাপানে, সতর্কতা আমেরিকাতেও

মস্কো : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার সকাল ৪.৫৪ মিনিট নাগাদ রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮.৭। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামিও। প্রায় চার মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়েছে সুনামি।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এদিন সকালে ৮.৭ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পরই রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের বৃহৎ উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, হোক্কাইডোর পূর্ব উপকূলে প্রায় ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) উচ্চতার প্রথম সুনামির ঢেউ নেমুরোতে আঘাত হেনেছে। স্থানীয় গভর্নর ভ্যালেরি লিমারেনকোর মতে, প্রথম সুনামির ঢেউ প্রশান্ত মহাসাগরে, রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের প্রধান জনবসতি সেভেরো-কুরিলস্কের উপকূলীয় এলাকায়ও আঘাত হেনেছে। তিনি বলেছেন, বাসিন্দারা নিরাপদে আছেন। ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সও সুনামির সতর্কতা জারি করেছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হাওয়াইতে বসবাসকারীদের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর সান ফ্রান্সিসকোতে ভারতের কনস্যুলেট জেনারেল সম্ভাব্য সুনামির ঝুঁকি পর্যবেক্ষণ করে সতর্ক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =