অভিনব কায়দায় পাচার, পুলিশের তৎপরতায় উদ্ধার ৭৫২ টি কচ্ছপ

পূর্ব বর্ধমান: পাচারের আগেই রেল পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণে কচ্ছপ। অভিনব কায়দায় স্কুলের ব্যাগে ভর্তি করে প্রায় ৭৫২টি কচ্ছপ উদ্ধার হয়েছে। যার ওজন আনুমানিক ৫ কুইন্টাল। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার তালিতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। থানা ও রেল পুলিশের উদ্ধার করা কচ্ছপগুলি বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। তবে কচ্ছপ উদ্ধার হলেও পাচারকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বা আরপিএফ। তবে পাচারের জন্য লোড করা ম্যটাডোরটি পুলিশ আটক করেছে। বন দপ্তরের বর্ধমান রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস জানান, দেওয়ানদিঘি থানা ৫৬৮ টি ও বর্ধমান আরপিএফ ১৮৪টি কচ্ছপ উদ্ধার করেছে। তবে আরপিএফ ট্রেন থেকে পায়নি তালিত রেল গেট থেকেই এই ১৮৪টি কচ্ছপ উদ্ধার করেছে।
এদিন একটি ম্যাটাডরে ব্যাগে বোঝাই কচ্ছপ নিয়ে যাচ্ছিলেন কিছু পুরুষ ও মহিলা। কচ্ছপগুলি ব্যাগে ভরে রাখা হয়েছিল। তালিত রেল স্টেশনের পাশ্ববর্তী সংলগ্ন এলাকায় দিক ভুল করে গাড়ির চালক দিশেহারা হয়ে যান। কিছু মহিলা ও পুরুষ তখন ব্যাগ বোঝাই কচ্ছপ নিয়ে হাঁটা শুরু করে। স্থানীয়দের সন্দেহ হওয়ায় কয়েকজন ব্যাগ ফেলে চম্পট দেয়। ব্যাগ খুলে দেখা যায় তাতে কচ্ছপ বোঝাই হয়ে রয়েছে। যদিও পুলিশের দাবি, ফাঁকা মাঠে একটি পিক আপ ভ্যানে ব্যাগগুলি বোঝাই করা ছিল। তখনই কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের সন্দেহ হয়। তাঁরাই থানায় খবর দেন, পুলিশকে দেখে গাড়ি সহ সমস্ত ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারী পুরুষ ও মহিলারা। তালিত ও খানা জংশনের মধ্যবর্তী ফাঁকা মাঠে গাড়িতে বোঝাই হচ্ছিল সমস্ত ব্যাগ। পাচারের উদ্দেশ্যে ওইগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ শুরু হয়েছে পাচারকারীদেরও। কোথা থেকে কিভাবে নিয়ে আসা হয়েছে , কোথায় নিয়ে যাওয়া হত এসব বিষয় খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =