জেরুজালেমের সিনেগগে সন্ত্রাসবাদী হামলায় নিহত ৭

জেরুজালেমের সিনেগগে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গিয়েছে কমপক্ষে ৭ জনের।  শুক্রবার রাতে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় কমপক্ষে সাতজনকে। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে জঙ্গি হামলা চালিয়েছিল, তাকে  নিকেশ করা হয়েছে। ইজরায়েল সরকারের তরফে এই হামলার কড়া নিন্দা করা হয়েছে এবং এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে এই ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে জেরুজালেম প্রশাসন।

সূত্রের খবর, জেরুজালেমের উপকণ্ঠে একটি উপাসনালয়ে রাত সাড়ে আটটা নাগাদ একটি সাদা রংয়ের গাড়ি চালিয়ে উপাসনালয়ের সামনে আসে জঙ্গি। এরপরই আচমকাই সিনেগগের (synagogue) ভিতরে ঢুকে পড়ে জঙ্গিটি। প্রার্থনা শেষে লোকজন যখন উপাসনালয় থেকে বেরোচ্ছিলেন তখনই এলোপাথাড়ি গুলি চালায় ওই জঙ্গি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়, গুলির লড়াইয়ে নিহত হয় ওই জঙ্গি।

ইজরায়েল পুলিশের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ জেরুজালেমের নেভে ইয়াকভ বলেভার্ডে হামলা চালায় জঙ্গি। হামলার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের গুলিতে খতম হয়েছে বন্দুকবাজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nineteen =