নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: শুক্রবার কাঁকসার বামুনাড়া এলাকায় একটি জলাশয় থেকে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি ময়াল সাপ (অজগরের ছানা)। আনুমানিক ৬ থেকে ৭ ফুট দৈর্ঘ্য এবং ৪ কিলো ৫০০ গ্রাম ওজন ওই সাপটির। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকসার বামুনাড়া গ্রামে। খবর চাউর হতেই এলাকায় মানুষের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের।
খবর পেয়ে এদিন দুপুরে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা ও কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি। কাঁকসার গোপালপুর পঞ্চায়েত প্রধানের তৎপরতায় এদিন সাপটিকে গোপালপুর বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন, গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে খবর পেয়ে তাঁরা সাপটিকে উদ্ধার করেছেন। দু’ দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে পরে কাঁকসার গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হবে।