প্রশান্ত মহাসাগরের নিচে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ফের টোঙ্গায় সুনামি সতর্কতা জারি

প্রশান্ত মহাসাগরের নিচে বড়সড় ভূমিকম্প। যার জেরে সুনামি সতর্কতা জারি করা হল দ্বীপরাষ্ট্র টোঙ্গায়। শুক্রবার সন্ধ্যায় টোঙ্গা থেকে ১৩০ মাইল দক্ষিণপূর্বে, সমুদ্রের নিচে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল .৫। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রর পক্ষ থেকে আমেরিকান সামোয়াতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে তারা জানিয়েছে, ভূমিকম্পের উৎস থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যে আসতে পারে সুনামি তরঙ্গ। যার মধ্যে রয়েছে নিউয়ে এবং টোঙ্গা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পটি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে।

এদিন ভূমিকম্পের পরই টোঙ্গা দ্বীপে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, টোঙ্গাবাসী রাতের অন্ধকারে বৃষ্টি মাথায় নিয়েই নিরাপদ এলাকার উদ্দেশে পাড়ি দিচ্ছেন। নিচু এলাকাগুলি থেকে যথাসম্ভব উঁচু জায়গায় গিয়ে জড়ো হচ্ছেন তাঁরা। পিছনে সুনামি সতর্কতার সাইরেন বাজতে শোনা গিয়েছে। গত জানুয়ারি মাসেই গোটা টোঙ্গা দ্বীপ সুনামির ভয়াবহ তরঙ্গে ডুবে গিয়েছিল। সেই বার সুনামি তৈরি হয়েছিল হুঙ্গা টোঙ্গা হাপাই নামে ডুবো আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্নুৎপাতের কারণে। এত বড় মাপের অগ্নুৎপাত ঘটেছিল, যা দৃশ্যমান হয়েছিল মহাকাশ থেকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 18 =