নয়াদিল্লি : নেপালে অশান্তির মধ্যে ভারত-নেপাল সীমান্তের বিভিন্ন চেকপয়েন্ট দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ‘সশস্ত্র সীমা বল’ (এসএসবি) ৬৭ জন বন্দিকে আটক করেছে।
তাদের মধ্যে এক মহিলাও রয়েছে। নেপালের জেল থেকে পালানো বহু বন্দি ভারতে ঢোকার চেষ্টা করায় এসএসবি সীমান্তে নজরদারি বাড়িয়েছে।
এক এসএসবি আধিকারিক জানিয়েছেন, এদের মধ্যে অঞ্জিলা খাতুন নামে একজন মহিলাও রয়েছেন। নেপালে বর্তমান অস্থিরতার মধ্যে ভারত-নেপাল সীমান্তের বিভিন্ন চেকপয়েন্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তাঁরা। যদিও সেই চেষ্টা রুখে দেয় এসএসবি জওয়ানরা।

