ব্যারাকপুর : পাহাড় ও প্রকৃতি সংরক্ষণের বার্তা দিতেই শুক্রবার মোটর সাইকেলে চেপে ৬০ জন রাইডার পাড়ি দিলেন উত্তর সিকিমের উদ্দেশে। রাইডারদের লক্ষ্য, পাহাড়ের সৌন্দর্য রক্ষা করা। এদিন বিকেলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস থেকে ফ্ল্যাগ অফ করে যাত্রার শুভ সূচনা করলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। ভ্যাগাবন্ড রাইডার-২০২০ নামক সংগঠনের সভাপতি সুদীপ সরকার জানালেন, শনিবার ভোরে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের কাছে পুজো দিয়েই তারা রওনা দেবেন। উত্তর সিকিম, গুরগঙ্গা ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে তারা রওনা দেবেন। ভ্রমন শেষে তারা ফিরবেন আগামী ১২ নভেম্বর। সুদীপ বাবু আরও জানালেন, বছরের সারাটা সময় তারা নানান জায়গায় ঘুরে বেড়ান। এবার তারা পাহাড়ে যাচ্ছেন যাতে প্রাকৃতিক সৌন্দর্য কেউ নষ্ট না করেন। সেই বার্তা দিতেই। ভ্রমণের পাশাপাশি তারা সেবামূলক কাজকর্মও করে থাকেন। প্রতি বছর বৃক্ষরোপন করা হয়। তাছাড়া আম্ফান তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছিল। করোনা কালে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয়েছিল। ভবঘুরে রাইডারদের উদ্যোগকে এদিন সাধুবাদ জানালেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি বললেন, ভ্রমণের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ। পাহাড় ও প্রকৃতি সংরক্ষণ করার বার্তা। সুতরাং ওনাদের যাত্রা শুভ হোক।