‘নতুন পেনসিল চাইলেই মা মারে’, প্রধানমন্ত্রীকে চিঠি লিখল ৬ বছরের কৃতী

পেনসিল কেনার কথা বললেই মা মারে। এখন কী উপায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই মর্মেই চিঠি লিখল ৬ বছরের এক খুদে। মূল্যবৃদ্ধিই এখন সাধারণ মানুষের মাথাব্যথার মূল কারণ। আয় বাড়ার নাম নেই, অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে। মূল্যবৃদ্ধির এই বাজারে তাকে কতটা সমস্যায় পড়তে হচ্ছে, সে বিষয়ে নালিশ জানাতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখল প্রথম শ্রেণির পড়ুয়া কৃতী দুবে।  সেই চিঠিতে আছে পেনসিল ও ম্যাগির কথা। ছিবড়ামউয়ের জেলা সদর আধিকারিকও ওই চিঠি দেখতে পেয়েছেন নেটমাধ্যমে। আশ্বাস দিয়েছেন, চিঠিটি যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়, তার চেষ্টা করবেন তিনি।

উত্তরপ্রদেশের কনৌজের ছোট্ট একটি শহর ছিবড়ামউয়ের বাসিন্দা। নিজেই কাঁচা হাতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সে জানিয়েছে, মূল্যবৃদ্ধির জেরে কত সমস্যায় পড়তে হচ্ছে! ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কৃতীর লেখা সেই চিঠি ভাইরাল হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘আমার নাম কৃতী দুবে। প্রথম শ্রেণিতে পড়ি। মোদিজি, জিনিসপত্রের দাম খুব বেড়ে গিয়েছে। এমনকী, আমার পেনসিল-রাবারও দামি হয়ে গিয়েছে। ম্যাগির দাম বেড়ে গিয়েছে। নতুন পেনসিল চাইলেই এখন মা আমাকে মারে। আমি কী করব বলুন তো? অন্য বাচ্চারা তো আমার পেনসিল চুরি করে নেয়।’

সোশ্যাল মিডিয়ায় মেয়ের চিঠি ভাইরাল হতেই মুখ খেলেছেন বাবা বিশাল দুবে। পেশায় আইনজীবী বিশাল বলেন, ‘এটি আমার মেয়ের ‘মন কি বাত’। সম্প্রতিই স্কুলে পেনসিল হারিয়ে ফেলায় মেয়েকে বকুনি দিয়েছিলেন ওর মা। তখনই ওর মা বলে জিনিসপত্রের কত দাম বেড়ে গিয়েছে। সেই বিষয়ে ক্ষোভ জানাতেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে কৃতী।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =