শুক্রবার বিকেলে কাঁকুড়গাছির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশে থাকা দুই শিশু-সহ ৩ জনকে ধাক্কা দিয়ে গার্ডরেল ভেঙে উলটে গিয়েছিল। সেই ঘটনায় শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল অঙ্কিতা সাউ নামে বছর ছয়েকের বাচ্চার। সেই খবর পেয়ে এদিনও স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন করা হয়পুলিশ। ইতিমধ্যেই অবশ্য, ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে ফুলবাগান থানার পুলিশ।
শুক্রবার বিকেলে কাঁকুড়গাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যাল মোড়ের দিকে যাচ্ছিল একটি চারচাকার গাড়ি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, গাড়ি চলছিল খুব জোরে। রাস্তার পাশে সেসময় দুই শিশুকে নিয়ে দাঁড়িয়েছিলেন তপন মাইতি নামে এক ব্যক্তি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ওই তিন জনকে ধাক্কা মেরে গার্ডরেল ভেঙে ঢুকে পড়ে দোকানের ভিতর। অভিযোগ, ওই গাড়ির চালক মদ্যপ থাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং এই দুর্ঘটনা। ঘটনায় আহত হয়েছিল হয় দুই শিশু রিয়া সাউ ও অঙ্কিতা সাউ। তাদের বয়স যথাক্রমে ৬ ও ৭ বছর। তাদের কোনওক্রমে গাড়ির নীচে থেকে বের করে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে অঙ্কিতার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়ির চালক অভিষেক সুলতানিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সল্টলেকের বাসিন্দা । পুলিশের জেরার মুখে তিনি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। যার ফলে শুক্রবারের দুর্ঘটনা বলে তাঁর দাবি। মদ্যপ থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃত অভিষেক। ফুলবাগান থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।