আইএসসিতে প্রথম স্থানে পশ্চিমবঙ্গের ৬ পড়ুয়া

রবিবার প্রকাশিত হল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (আইএসসি)-র দ্বাদশের ফল। পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন ১৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছ’জনই পশ্চিমবঙ্গের। তিন জন কলকাতার।আইএসসি সর্বভারতীয় মেধা তালিকা স্থান পেয়েছেন রাজ্যের ১৯ জন পড়ুয়া ।

চলতি বছরের পরীক্ষায় সর্বভারতীয় পাশের হার ৯৯.৩৮ শতাংশ। পশ্চিমবঙ্গে আইএসসিতে পাশের হার ৯৯.১৫ শতাংশ।রাজ্যেও পাশের হারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। এরাজ্যে মোট পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ৫৬৯। সেখানে ছাত্রদের পিছনে ফেলে পাশের হারে এগিয়ে গিয়েছে ছাত্রীরা।আইএসসিতে প্রথম স্থান অধিকার করেছেন ১৮ জন।তাঁদের প্রাপ্ত নম্বর ৩৯৯। শতাংশের হিসেবে ৯৯.৭৫।  প্রথম স্থানাধিকারী রয়েছেন বাংলার ৬ পড়ুয়া হলেন, কলকাতার দ্য ফ্রাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুলের ছাত্র মহম্মদ আর্শ মুস্তফা,  সল্টলেক স্কুলের ছাত্রী প্রতীতি মজুমদার, জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ছাত্রী অপূর্বা কাশিশ, পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্রী পৃথ্বীজা মণ্ডল, আলিপুরদুয়ার বীরপাড়া সানসাইন স্কুলের ছাত্র নিখিলকুমার প্রসাদ, উত্তর ২৪ পরগনা দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুলের ছাত্র অভিষেক বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − thirteen =