সন্দেশখালি নিয়ে ফের সরগরম বিধানসভা। বিরোধী দলনেতা-সহ ছ’জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড হওয়া ছয় বিজেপি বিধায়ক হলেন— শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডল, মিহির গোস্বামী এবং শঙ্কর ঘোষ। চলতি বছরের রাজ্য বাজেট অধিবেশনে আর এক দিনও অংশ নিতে পারবেন না তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্পিকার সাসপেন্ড করেছেন বলেই দাবি রাজ্যের বিরোধী দলনেতার।
সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃ্ত্বে বিজেপি বিধায়কদের সন্দেশখালি যাওয়ার কথা। তার আগে ‘সন্দেশখালি সঙ্গে আছি’ লেখা টি শার্ট গায়ে দিয়ে বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দিতে যান বিজেপি বিধায়করা। তাতে আপত্তি করেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। তিনি জানিয়ে দেন এই ধরনের টি শার্ট পরে বিধানসভার অধিবেশনে যোগ দেওয়া যায় না। টি শার্ট খুলে ফেরার অনুরোধ করেন। এর পরই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্লোগান দিতে থাকেন। বাজান হুইসেলও। বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি।