৯ মাসে পাকিস্তানের জেলে মৃত্যু হয়েছে ৬ ভারতীয় বন্দির

গত ৯ মাসে পাকিস্তানের হেপাজতে ৬ ভারতীয় বন্দির মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে পাঁচ জন মৎস্যজীবী। শুক্রবার এমনটাই জানাল ভারতীয বিদেশ মন্ত্রক। পরিস্থিতি উদ্বেগজনক বলেও বর্ণনা করেছে মন্ত্রক।

সংবাদ মাধ্যমকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘সম্প্রতি মৎস্যজীবীদের মৃত্যু বেড়েছে। পাক হেপাজতে ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনই মৎস্যজীবী। সাজা শেষ হওয়ার পরেও তাঁদের বেআইনি ভাবে আটক করে রেখেছিল পাকিস্তান।’ তাঁর কথায়, ‘এই ঘটনা উদ্বেগজনক। ইসলামাবাদে আমাদের হাইকমিশন এই বিষয়টি তুলেছে। ভারতীয় বন্দিদের সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রাখতে বাধ্য পাকিস্তান।’

প্রসঙ্গত, শুক্রবারই পাকিস্তান দাবি করে, দুই দেশের মাঝে আন্তর্জাতিক জলসীমার কাছে ছয় ভারতীয় মৎস্যজীবী ডুবে যাচ্ছিলেন। তাঁদের রক্ষা করেছে পাকিস্তান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার পাক উপকূলীয় নিরাপত্তারক্ষী বাহিনী (পিএমএসএ) টহল দিচ্ছিল। তখনই ওই ছয় মৎস্যজীবীকে দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। পিএমএসএর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তখনই উদ্ধার অভিযানে নামে তারা। ৬ জনকে উদ্ধার করে ভারতীয় উপকূলরক্ষী জাহাজে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 5 =