সোমনাথ মুখোপাধ্যায়
পাওয়ার লিফটিংয়ে দেশের বিভিন্ন জায়গায় একাধিক সাফল্য এসেছিল। তবে আন্তর্জাতিক স্তরে প্রথম অভিযানেই পাওয়ার লিফটিংয়ের বিভিন্ন বিভাগে ছ’টি সোনা জিতে সবাইকে তাক লাগালেন দুর্গাপুরের গৃহবধূ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় দেশের হয়ে ছয়টি স্বর্ণপদক জিতে ফিরলেন দুর্গাপুরের গৃহবধূ সীমা দত্ত চট্টোপাধ্যায়। রবিবার তিনি অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছন। এলাকা তথা দেশের গর্ব সীমাদেবীকে সংবর্ধনা জানাতে বহু মানুষ বিমানবন্দরে হাজির হন। প্রসঙ্গত, দুর্গাপুরের বাসিন্দা সীমাদেবী এর আগে বেশ কয়েকবার জাতীয় স্তরে পাওয়ারলিফটিং এর বিভিন্ন বিভাগে অংশ নিয়েছেন। শুধু তাই নয়, সেখানে সফলও হয়েছেন। তবে এবারেই তিনি প্রথম দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নেন। এজন্য ২৫ নভেম্বর বাড়ি থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। সীমাদেবী জানান, ২৯ নভেম্বর, কমনওয়েলথ পাওয়ারলিফটিং-২০২২-এ দুটি ইভেন্টে দুটি স্বর্ণপদক পান। পরে ১ ডিসেম্বরে, তিনি আবার ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেডলি এবং সামগ্রিক বিভাগে স্বর্ণপদক পান। সবমিলিয়ে তিনি মোট ছ’টি স্বর্ণপদক জিতেছেন। যা আন্তর্জাতিক স্তরে পরিবারের পাশাপাশি দুর্গাপুর ও দেশের নাম উজ্জ্বল করেছেন।
বিমানবন্দরে সীমাদেবীকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁর অনুগামীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর এই সাফল্যের কৃতিত্ব কোচ অংশু সিং, পরিবার সদস্য ও ভক্তদের দেন সীমাদেবী। তিনি বলেন, এই জয় শুধু তাঁরই নয়, দুর্গাপুর-সহ সারা দেশের জয়। পাশাপাশি বলেন, কঠোর পরিশ্রম ছাড়াও যেকোনো সাফল্যের জন্য মানুষের ভালোবাসা প্রয়োজন। দুর্গাপুরের মানুষ আমাকে সেই ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছে। তাই তিনি আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও দেশের খ্যাতি অর্জনে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।