ঝাড়গ্রামে মাও হুমকি ও পোস্টার কাণ্ডে পুলিশ কর্মী-সহ গ্রেপ্তার ৬

ঝাড়গ্রাম: মাওবাদীদের নাম করে হুমকি চিঠি ও পোস্টার দেওয়ার অভিযোগে এক পুলিশ কর্মী সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি আগ্নেয়াস্ত্র ও ৩৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার পুলিশ সুপার অরিজিৎ সিন্হা সাংবাদিক বৈঠক করে জানান, অভিযুক্তরা হলেন জামবনি থানার হোমগার্ড বাহাদুর মান্ডি এবং বীনপুর থানা এলাকার শঙ্কর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দুলে, বাবুলাল সোরেন। এদের প্রত্যেককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার জানান, এরা মাওবাদী ইনচার্জ, সল্টলেক নামের প্যাডে বিভিন্ন ব্যক্তিদের কাছ টাকার দাবি করে হুমকি চিঠি পাঠিয়েছিলেন। মাওবাদীদের নাম করে একাধিক পোস্টারও দিয়েছিল। সবটাই করা হয়েছিল মাও আতঙ্ক ছড়িয়ে টাকা তোলার জন্য। এসবের মাস্টার-মাইন্ড ছিলেন হোমগার্ড বাহাদুর মান্ডি। ™ুলিশ সুপার বলেন, এই সমস্ত ঘটনার সঙ্গে আরও একজন জড়িত রয়েছে। তাকেও খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে।
প্রসঙ্গত, এর আগে মাওবাদী পোস্টার দেওয়ার অভিযোগে লালগড় থেকে গ্রেপ্তার হয়েছিলেন আরও এক পুলিশ কর্মী। তিনি পুলিশের স্পেশ্যাল হোমগার্ড ছিলেন। সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন আরও কয়েকজন। বিগত কয়েক মাস ধরেই আতঙ্ক বাড়ছিল জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায়। বিভিন্ন এলাকায় বারবার মাওবাদী পোস্টার পরেছিল। এমনকী, কয়েকদিন আগে মাওবাদীদের নাম করে দেদার তোলাবাজির অভিযোগও উঠেছিল। গত ১৮ জুন বীনপুর-২ ব্লকের তিনজন তৃণমূল নেতা হুমকি চিঠি পান। লাল কালিতে লেখা চিঠিতে নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য বলে পরিচয় দিয়ে পার্টি তহবিলের জন্য ২ লক্ষ টাকা চান। এই তিনজনের একজন শাসকদলের পঞ্চায়েত সদস্য। বাকি দু’জন এড়গোদা পঞ্চায়েত এলাকার রেশন ডিলার। চিঠি পাওয়ার পর তিনজনেই জেলা পুলিশের শীর্ষ কর্তাদের বিষয়টি জানান। ধৃত ছয়জনকে শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =