১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এই দিনেই ভারতের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল পাকিস্তানের সেনা। পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে তৈরি হয় বাংলাদেশ। একদিকে বাংলাদেশ যেমন এই দিনটি বিজয় দিবস হিসাবে পালন করে, তেমনই ভারতীয় সেনাবাহিনীও ৭১-র বাংলাদেশ-পাকিস্তান মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দিনটিকে বিজয় দিবস হিসাবে উদযাপন করে। আজ বিজয় দিবসের ৫১ বছর পূর্ণ হল।
Nation is celebrating #VijayDiwas today to commemorate India's victory over Pakistan in 1971 Bangladesh Liberation war. On this day, sacrifice of war heroes is remembered and rich tributes are being paid to them. #1971War
@adgpi @IAF_MCC @IAF_MCC
pic.twitter.com/4XXogZYvwq— All India Radio News (@airnewsalerts) December 16, 2022
বিজয় দিবস উপলক্ষে এ দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দেশের নেতা-মন্ত্রীরা শুভেচ্ছাবার্তা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।