উত্তর দিনাজপুর জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে ৫১ জন চিকিৎসার জন্য ভর্তি রায়গঞ্জ মেডিকেল কলেজে। তবে দশ মাসে জেলায় আক্রান্তের সংখ্যা ২০০ জনের বেশি। যদিও এব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তর ও পুরসভা যথেষ্ট সতর্কতার সঙ্গে কাজ করছে। স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতন করছে।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুজোর মধ্যেও জেলার অনেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।এই কয়েক দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশেষ উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ প্রিয়ঙ্কর রায় বলেন, ১ অক্টোবর থেকে বুধবার ১২ অক্টোবর পর্যন্ত মোট ৫১ জন ডেঙ্গি আক্রান্ত রোগি মেডিক্যালে ভর্তি হয়েছিল। তাদের প্রত্যেকেই সুস্থ আছে। বাড়িও ফিরে গিয়েছে। এদিন ডেঙ্গি আক্রান্ত চিকিৎসাধীন ছিল ৭ জন। বুধবার চিকিৎসাধীন ছিলেন ২ জন। একদিনে নতুন করে আরও পাঁচজন ডেঙ্গি আক্রান্ত ভর্তি হয়েছে।