তুরস্কে মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার!

সত্যি হল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের শঙ্কা। ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশে মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার। ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প। এর মধ্যে তুরস্কেই মৃতের সংখ্যা ৪৪ হাজারেরও বেশি।

শুক্রবার রাতে বিপর্যয় ও আপৎকালীন মোকাবিলা বিভাগ তথা AFAD জানিয়েছে, এপর্যন্ত তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২১৮। সিরিয়ায় মৃত ৫ হাজার ৯১৪ জন। সব মিলিয়ে সংখ্যাটা ৫০ হাজারেরও বেশি। এদিকে গৃহহীন ১৫ লক্ষেরও বেশি মানুষ।

এর মধ্যে শুধু তুরস্কেই মৃত্যু হয়েছে ৪৪ হাজারের বেশি। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পের কবলে সে দেশে এখনও পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৪ জনের। তুরস্কের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার ১৯ দিন পেরিয়েছে। প্রবল শৈত্যপ্রবাহ, ঠান্ডা এবং তুষারপাতের মধ্যে উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। তবুও তাঁরা হাল ছাড়তে রাজি নন বলেই জানিয়েছেন।

মৃত্যু, হাহাকার, আর ধ্বংসের মাঝেই নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে তুরস্ক। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে ধ্বংসস্তূপ সরিয়ে নতুন বাড়ি তৈরির কাজ। জানা গিয়েছে, সবশুদ্ধ ১ লক্ষ ৬০ হাজার বাড়ি হয় ভেঙে পড়েছে নয়তো কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে। ওই সব বাড়িতে ৫ লক্ষ ২০ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান ঘোষণা করেছেন, এক বছরের মধ্যেই সমস্ত বাড়ি পুনর্নিমাণ করা হবে। সামনেই নির্বাচন। তার আগেই এমন ঘোষণা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + thirteen =