পুজো মানেই ফ্যাশন। স্টাইলিং। নথ থেকে চুল সুন্দর দেখাতে হবেই। চুলেই স্টাইলিং-এ নতুন প্রজন্মের পছন্দ রকমারি হেয়ার কালার, হাইলাইটার।
কিন্তু খরচ করে রং করলে কী হবে, অনেকেরই খুব তাড়াতাড়ি সেই রং নষ্ট হয়ে যায়। কী করে দীর্ঘদিন চুলে থাকবে রং, রইল টিপস।
শ্যাম্পু এড়িয়ে চলুন রং করার পর- রং করার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা শ্যাম্পু করে নিই। কিন্তু এই ব্যাপারে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন রং চুলে খুব ভালোভাবে ধরতে ২৪ ঘণ্টা সময় দেওয়া ভালো। তাই চুল রং করার কয়েক ঘণ্টা পর জল দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন। শ্যাম্পু ব্যবহার করতে হবে অন্তত একটা দিন পর করুন। এক্ষেত্রে রং ধরে রাখতে পারে এমন শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
গরম জল- গরম জল ত্বক ও চুল দুটোর জন্যই খারাপ। তাছাড়া গরম জলের ব্যবহারে চুল শুষ্ক হওয়ার পাশাপাশি রং তাড়াতাড়ি উঠে যাওয়ার চান্স থাকে। তাই স্নানের সময় নর্মাল টেম্পারেচার ওয়াটার ব্যবহার করুন। শীতের দিনে ইষদুষ্ণ জল ব্যবহার করা যেতে পারে।
রং করা চুলের জন্য তৈরি পণ্য ব্যবহার করুন- চুলের রং যাতে দীর্ঘদিন ঠিক থাকে সে জন্য বিশেষ শ্যাম্পু, কন্ডিশনার-সহ বিভিন্ন জিনিস এখন পাওয়া যায়। সেগুলোই ব্যবহার করুন।
ডিপ কন্ডিশনিং- চুলে রং, হাইলাইট করার ফলে অনেক সময় রাসায়নিক থাকায় চল রুক্ষ, শুষ্ক হয়ে যায়। রঙিন চুলও তখন নিষ্প্রাণ দেখায়। তাই ডিপ কন্ডিশনিং-এর জন্য হেয়ার মাস্ক, তেল ব্যবহার করুন।এক্ষেত্র চুলে স্পা করা খুব জরুরি।
হেয়ার স্টাইলিং- এ তাপ এড়িয়ে চলুন- চুলের স্টাইলিং-এ স্ট্রেটনার, কার্লার মেশিন যত ব্যবহার করবেন প্রচণ্ড গরমে চুলের রং তত তাড়াতাড়ি নষ্ট হবে। তাছাড়া চুলের জন্যও অতিরিক্ত গরমটা ক্ষতিকর। তাই এগুলো ব্যবহার একান্ত করতেই হলে ভালো কোনও হিট প্রোটেকটর লাগিয়ে নিন। এছাড়া প্রচণ্ড রোদ, ধুলো, ধোঁয়াতেও চুলের ক্ষতি হয়। সেগুলোও খেয়াল রাখুন।