বজ্রপাতে দুই যুবকের মৃত্যু-সহ ৫ জন গুরুতর আহত গোঘাটে

হুগলি: বুধবার সন্ধ্যায় বজ্রপাতে মৃত্যু হল দুই যুবকের। পাশাপাশি আহত হয়েছে আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের আগাই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বেশ কয়েকজন রাজমিস্ত্রি ঢালাইয়ের কাজ শেষ করে খাওয়া দাওয়ার পর একটি মাচায় বসে থাকাকালীন হঠাৎ করেই বজ্রপাত ঘটে। এরপর স্থানীয়রা ছুটে গিয়ে দেখে বজ্রপাতের জেরে ঘটনস্থলে দু’জনের মৃত্যু হয়। আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছে মোট সাতজনের ওপর বজ্রপাত পড়ে। তার মধ্যে দু’জনের মৃত্যু হয়। বাকি পাঁচ জন আহত হয়। মৃতদের নাম গৌতম মাঝি ও সন্দীপ দুলে। তাদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আরও তিনজনের অবস্থা অসংখ্যজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে থেকে বর্তমানে আরামবাগ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় এবং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই যুবকের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার লাউগ্রাম গ্রামে। পরিবার লোকজন খবর পেয়েই আরামবাগ মহকুমা হাসপাতালে চলে আসেন। সবমিলিয়ে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা করে দুই যুবকের মৃত্যুর কথা বলতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 19 =