বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আন্তর্জাতিক মাদক মাফিয়া চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করল এসটিএফ (STF )। মালদার কালিয়াচক এলাকার সীমান্তের ওপারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটগুলি পাচার করার পরিকল্পনা নিয়েছিল মাদকচক্রের ওই কারবারিরা। কিন্তু এসটিএফের অভিযানে সেই পাচার পরিকল্পনা ভেস্তে গিয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৯ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট। ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি আসামে। বাকি দুই জনের বাড়ি মালদার কালিয়াচকে। এই ঘটনায় ধৃতদের কাছ থেকে একটি চার চাকার গাড়ি উদ্ধার করেছে এসটিএফ (STF) কর্তারা। রবিবার মাদক কারবারের সঙ্গে জড়িতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দিয়েছে এসটিএফ কর্তারা ।
পুলিশ এবং এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আবুল কালাম আজাদ, শাহজাদ আলি, আইনুল শেখ, কাইম শেখ, মোয়াজ্জেম হোসেন এদের মধ্যে তিনজনের বাড়ি আসামের বরপেটা এলাকায়। দুইজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। এদিন রাতে চার চাকার গাড়ি করে আসাম থেকে ওই মাদক কারবারিরা মালদা কালিয়াচকে আসে। সেখানে আরো দুইজনকে সঙ্গে নিয়ে সেগুলি কালিয়াচক সীমান্তের ওপারে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেটগুলি পাচারের চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনার বিষয়ে গোপনে জানতে পারে এসটিএফ কর্তারা। তাঁরাই ফাঁদ পেতে রেখেছিল ওই মাদক কারবারিদের পরিকল্পনার বিরুদ্ধে। এরপরই কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে পাঁচজনকে বেআইনি ইয়াবা ট্যাবলেট-সহ হাতেনাতে ধরে ফেলে। এই ইয়াবা ট্যাবলেটগুলি তিনটি কৌটায় মজুত করে রাখা হয়েছিল।
ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের কাছে দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়েছে তদন্তকারী কর্তারা।