ব্রিগেডে ৫ লক্ষে কন্ঠে গীতাপাঠ, মুখরিত হয়ে উঠল ঐতিহাসিক এই ময়দান

কলকাতা : কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রবিবার আয়োজন করা হয়েছে ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠের। এই কর্মসূচির দায়িত্বে রয়েছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। প্রায় দুই বছর আগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। এবার ৫ লক্ষ গীতাপাঠের আয়োজন করা হয়।

সনাতন সংস্কৃতি সংসদ এদিন গীতা পাঠের আয়োজন করে, যেখানে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লাখ মানুষ পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন।

পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র শ্লোক পাঠের আগে ঢোল ও করতালের শব্দে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মুখরিত হয়ে ওঠে। গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 5 =