দুর্গাপুর : সাতসকালে দুর্গাপুরে ট্রেলারের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে আহত হলেন ৫ জন যাত্রী। সোমবার সকালে দুর্গাপুর কোকওভেন থানার ডিপিএল প্রশাসনিক ভবন মোড় এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিটি সেন্টার থেকে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল ওই মিনিবাসটি। ডিপিএলের প্রশাসনিক ভবন মোড়ের কাছে রাস্তার পাশে থাকা একটি ট্রেলার রাস্তার উপর ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি ট্রেলারের সামনে গিয়ে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় মিনিবাসের সামনের কাচ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসের সামনের দিকে বসে থাকায় ৫ জন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে যানজট মুক্ত করে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।