বীরভূম : বীরভূমে কাঁকরতলায় তৃণমূল কর্মীকে পাথর দিয়ে থেঁতলে “খুনের” ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। শুক্রবার রাতেই ধৃতদের বীরভূমে আনা হয়। আদালত তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের বেঙ্গালুরু থেকে পাকড়াও করে রাজ্যে আনা হয়েছে। অভিযুক্তেরা প্রত্যেকে তৃণমূলের সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রের খবর। শনিবার ধৃত শেখ সাদ্দাম, শেখ লালন, শেখ নইমুল, শেখ ফিরদৌস এবং শেখ শরফুদ্দিনকে দুবরাজপুর আদালতে হাজির করানো হয়।
কাঁকরতলার বড়রা গ্রামে তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে এবং পাথর দিয়ে থেঁতলে খুনের ঘটনায় এর আগে এক জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতের নাম শেখ আকবর। কিন্তু বাকি অভিযুক্তেরা অধরা ছিল। তারা ভিন্রাজ্যে গা ঢাকা দেয় বলে খবর পায় পুলিশ। বেশ কিছু দিন ধরে তদন্তের পর পুলিশ জানতে পারে, পাঁচ অভিযুক্ত রয়েছে বেঙ্গালুরুতে। তাদের পাকড়াও করতে বীরভূম জেলা পুলিশের একটি বিশেষ দল কর্নাটকে যায়। তারপর অভিযুক্তদের গোপন আস্তানা থেকে ধরে বীরভূমে আনা হয়।